|
আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা। |
নিজস্ব প্রতিবেদক : কারমাইকেল কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ যোগদানের পর থেকে ক্যাম্পাসের নানা গতানুগতিক নিয়ম পরিবর্তন করায় আলোচনা-সমালোচনায় আসছেন। এরই ধারাবাহিকতায় সম্মান শ্রেণিতে চালু করতে চেয়েছিলেন সাপ্লিমেন্টারী পরীক্ষা। সাধারণ শিক্ষার্থীরা এর বিপক্ষে প্রথম থেকেই।
শুরু হয় সম্মান তৃতীয় বর্ষের মাধ্যমে। তৃতীয় বর্ষের টানা আট দিনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক নির্বাচনী পরীক্ষার পর ফলাফল অধিকাংশের অকৃতকার্য আসায় কলেজ প্রশাসন ১০০ টাকা ফি ধরে তিন দিনের সাপ্লিমেন্টারী পরীক্ষার তারিখ ঘোষণা করে। চলতি মাসে তৃতীয় বর্ষের ফরম পূরণের কথা থাকায়, এদিকে বিভিন্ন বিভাগে চলছে ইনকোর্স পরীক্ষা। আবার দ্বিতীয় বর্ষের সঙ্গে অনেকের চলছে মানোন্নয়ন পরীক্ষা। স্বভাবতই, একইসঙ্গে এতো পরীক্ষা শিক্ষার্থীদের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। এরই ফলশ্রুতিতে তৃতীয় বর্ষের সাধারণ শিক্ষার্থীরা আজ কলেজের জি. এল. মাঠে একত্রিত হয়ে মানববন্ধন করেন। 'আমাদের দাবি একটাই, সাপ্লিমেন্টারী বাতিল চাই'- এই স্লোগান দিতে দিতে সবাই প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয় এবং অধ্যক্ষ মহোদয় কে স্বারকলিপি প্রদান করেন।
|
শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষ। |
প্রথমে অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি নাখোশ করলেও, একপর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে দাবি মেনে নিতে বাধ্য হন। এরই ফাঁকে বিভিন্ন বিভাগীয় সেমিনারে এবং কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে পর্যাপ্ত বই না থাকার বিষয়টিও উঠে আসে। এরপর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সাপ্লিমেন্টারী পরীক্ষা বাতিল করা হলো। এরপর সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন