মঙ্গলবার, মে ১৭, ২০১৬

কারমাইকেল কলেজ শাখা সম্মেলন প্রস্তুতির কমিটি বিলুপ্তি

জাসদ || কারমাইকেল কলেজ শাখা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাজমুল আসিফ অনু এ ঘোষণা দেন।

এর আগে চলতি মাসের ৪ তারিখ এহতেশাম জেনিকে আহবায়ক, শহিদার রহমান নয়ন এবং সাদ্দাম হোসেন বিপুলকে যুগ্ম আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলটি।