নিজস্ব প্রতিবেদক : কারমাইকেল কলেজ ক্যাম্পাস এখন ফ্রি ওয়াইফাই জোন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয় কলেজে আসছে ডিসেম্বরে পালিত হবে শতবর্ষপূর্তি । এ উপলক্ষ্যে পুরো ক্যাম্পাস জুড়ে চলছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম । এরই অংশ হিসেবে গতকাল ৬ই নভেম্বর পুরো ক্যাম্পাসে অবমুক্ত করে দেয়া হয় ওয়াইফাই নেটওয়ার্ক । রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন ঝন্টু গতকাল এর উদ্বোধন করেন। নিজেদের ক্যাম্পাস ফ্রি ওয়াইফাই জোন হওয়াই শিক্ষার্থীরা বেশ আনন্দিত ।
এখন ক্যাম্পাসে প্রবেশ করে ডিভাইসের ওয়াইফাই অন করে 'জয় বাংলা'(joy bangla) নামের যে নেটওয়ার্ক টি দৃশ্যমান হবে, সেটিই কারমাইকেল কলেজের ওয়াইফাই সংযোগ। তবে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে । একইসঙ্গে সর্বোচ্চ ১৫০ টি সংযোগ সক্রিয় রাখা যাবে।