শুক্রবার, নভেম্বর ১১, ২০১৬

গৌরবময় শতবর্ষে কারমাইকেল কলেজ

ফানুশ উড়বার মুহূর্তে।
ভিডিও দেখুন : ফানুশ উড়বার মুহূর্তে।
নিজস্ব প্রতিবেদক: গতকাল ১০ই নভেম্বর ‘শতবর্ষে শতপ্রাণ, ঐতিহ্যের জয়গান’ স্লোগান নিয়ে কারমাইকেল কলেজ পূর্ণ করেছে গৌরবের পথচলায় এক শতাব্দী। ১৯১৬ সালের এই দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল বৃহত্তর রংপুরের বাতিঘরতুল্য বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের।

লর্ড ব্যারন কারমাইকেলের নাম অনুসারে নামকরণ করা হয় কলেজটির। বয়সের হিসেবে প্রতিষ্ঠানটি শত বছর পূর্ণ করল। আজ কলেজটির বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভাগগুলো শতবর্ষ পূর্তি উদযাপন করেছে। সকাল ৯টায়  কলেজ ক্যাম্পাসে ভীড় জমায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শুরু শোভাযাত্রা। এরপর জাতীয় পতাকা উত্তলন, ১০০ ছটাক পরিমাণ কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে। সন্ধ্যা ৬ টায় কলেজ মাঠে শতবর্ষ উপলক্ষে উড়ানো হয় ১০০ ফানুশ ।

কেন্দ্রীয়ভাবে শতবর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাকাল বিবেচনায় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রবর্তী শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানকে তাই উত্তরবঙ্গের অক্সফোর্ড হিসেবে অভিহিত করা হয়ে থাকে।

প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যে ঘেরা নয়নাভিরাম এই ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয় প্রায় আটশ বিঘা জমি নিয়ে। বর্তমানে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রিসহ ২১টি বিষয়ে সম্মান ও স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন প্রায় ২৭ হাজার শিক্ষার্থী।

সোমবার, নভেম্বর ০৭, ২০১৬

কারমাইকেল কলেজ ক্যাম্পাস এখন ফ্রি ওয়াইফাই জোন


নিজস্ব প্রতিবেদক : কারমাইকেল কলেজ ক্যাম্পাস এখন ফ্রি ওয়াইফাই জোন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয় কলেজে আসছে ডিসেম্বরে পালিত হবে শতবর্ষপূর্তি । এ উপলক্ষ্যে পুরো ক্যাম্পাস জুড়ে চলছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম । এরই অংশ হিসেবে গতকাল ৬ই নভেম্বর পুরো ক্যাম্পাসে অবমুক্ত করে দেয়া হয় ওয়াইফাই নেটওয়ার্ক । রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন ঝন্টু গতকাল এর উদ্বোধন করেন। নিজেদের ক্যাম্পাস ফ্রি ওয়াইফাই জোন হওয়াই শিক্ষার্থীরা বেশ আনন্দিত ।
   এখন ক্যাম্পাসে প্রবেশ করে ডিভাইসের ওয়াইফাই অন করে 'জয় বাংলা'(joy bangla) নামের যে নেটওয়ার্ক টি দৃশ্যমান হবে, সেটিই কারমাইকেল কলেজের ওয়াইফাই সংযোগ। তবে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে । একইসঙ্গে সর্বোচ্চ ১৫০ টি সংযোগ সক্রিয় রাখা যাবে।